স্বপ্নের শাবিপ্রবি, গৌরবের ২৭ বছর

১৯৮৬ সালটি ছিল দেশের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা এগিয়ে নেয়ার ক্ষেত্রে অনন্য এক বছর। ওই বছরের ২৫ আগস্ট সিলেটে প্রতিষ্ঠিত হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এটিই দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়। হাঁটি হাঁটি পা পা করে ২৭টি বছর অতিক্রম করল এ বিশ্ববিদ্যালয়। শৈশব-কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করে সে তার আলোকোজ্জ্বল দীপ্তি ছড়াচ্ছে দেশ-বিদেশে। ১৯৯১-এর ১৩ ফেব্রুয়ারি মাত্র তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়টি তার একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে ৬টি অনুষদের অধীনে রয়েছে ২৮টি বিভাগ। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল, তা অর্জনের পাশাপাশি কিছু অস্বস্তিকর ইতিহাসও আছে এর, যা কলঙ্কিত করেছে ৩২০ একরের পবিত্র এ ভূমিকে। তবে সেই ক্ষতচিহ্ন বেশিদিন স্থায়ী হয়নি, এগিয়ে যাচ্ছে বীরদর্পে।

Leave a Comment